খেলা

আফগানদের বিপক্ষে জয় চান সাকিব

এক ম্যাচ হাতে থাকতেই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। দুই ম্যাচ হাতে থাকতে আফগানিস্তানও পেয়ে গেছে ফাইনালের টিকিট। সিরিজে এখনো দুটি ম্যাচ বাকি। তবে সেই দুই ম্যাচ এখন শুধুই আনুষ্ঠানিকতার। ২৪ সেপ্টেম্বর মিরপুরে আফগানিস্তান ও বাংলাদেশ লড়বে শিরোপার জন্য।

ফাইনালের আগেই চট্টগ্রামে লিগ পর্বে আরেকবার আফগানিস্তানকে পাচ্ছে টাইগাররা। আর সেই ম্যাচেই রশিদ খানের দলকে হারানোর লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ৩৯ রানে হারায় টাইগাররা। ফলে তিন ম্যাচের তিনটিতেই হেরে বিদায় নিশ্চিত হয় জিম্বাবুয়ের। অন্য দুই দল স্বাভাবিকভাবেই ফাইনালের টিকিট পায়।

ফাইনালের আগে শুক্রবার চট্টগ্রামে আফগানিস্তান মুখোমুখি হবে জিম্বাবুয়ের। পরের দিন লিগ পর্বের শেষ ম্যাচে লড়বে স্বাগতিক বাংলাদেশ ও আফগানরা। লিগ পর্বে প্রথমবারের দেখায় আফগানিস্তানের বিপক্ষে হার মানে বাংলাদেশ। তবে জিম্বাবুয়েকে সিরিজের দ্বিতীয়বার হারিয়ে সাকিব বললেন, ‘পরের ম্যাচটা জিততে পারলে ফাইনালে যাওয়ার আগে তা মানসিকভাবে আমাদের এগিয়ে দেবে। টি-টোয়েন্টিতে এটি গুরুত্বপূর্ণ।’

এদিন জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের জন্য বোলিং এবং ফিল্ডিংকে বিশেষ কৃতিত্ব দেন সাকিব, ‘ব্যাটিংয়ে ভালো শুরু পেয়েছিলাম। কিন্তু প্রত্যাশামতো শেষ করতে পারিনি। তবে বোলাররা দুর্দান্ত ছিল। ফিল্ডাররাও, যা পাঁচ বোলারকেই সহায়তা করেছে। কারণ টি-টোয়েন্টি ম্যাচে বোলারদের ম্যাচ জেতাতে খুব বেশি দেখা যায় না।’

টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭৫ রান করে টাইগাররা। জবাবে ইনিংসের শেষ বলে ১৩৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। দারুণ বোলিং করেছেন শফিউল ইসলাম ও অভিষিক্ত আমিনুল ইসলাম। ব্যাটিংয়ে ফিফটি করে ম্যাচসেরা হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button