খেলা

একদিন পেছালো পাকিস্তান-শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে

এক যুগের অবসান ঘটিয়ে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে যাচ্ছিল শুক্রবার (২৭ সেপ্টেম্বর)।কিন্তু ভারী বৃষ্টিতে করাচিতে সেই উৎসব ভেস্তে গেল বৃষ্টিতে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ঘোষণা করা হয় পরিত্যক্ত। এবার বৃষ্টির কারণে দ্বিতীয় ওয়ানডেও পেছানো হয়েছে একদিন।

রোববার (২৯ সেপ্টেম্বর) হওয়ার কথা ছিল পাকিস্তান-শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে। তবে ভারী বৃষ্টির আশঙ্কায় তা পেছালো একদিন। সোমবার (৩০ সেপ্টেম্বর) হবে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। তবে তারিখ পেছালেও ভেন্যু একই থাকবে।

তারিখ পেছানোর ব্যাপারটি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে পরামর্শ করে। এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘করাচি জাতীয় স্টেডিয়ামে পরের সপ্তাহের ম্যাচের জন্য গ্রাউন্ড স্টাফদের পরামর্শ নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঠ খেলার উপযোগী করার জন্য গ্রাউন্ড স্টাফদের দু’দিন সম্পূর্ণ সময় দরকার।’

২০০৯ সালের পর আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন হয়নি পাকিস্তানে। এবার তারই অবসান ঘটতে চলছিল করাচিতে। কিন্তু বেরসিক বৃষ্টি সব উৎসব মাটি করে দিয়েছে পাকিস্তানবাসীর।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button