খেলা

পাক তারকা আফ্রিদির যে রেকর্ড ছুঁলেন কোহলি

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ক্রিকেট মাঠে তার অন্য একটি নামও রয়েছে, রান মেশিন! রান মেশিন ব্যবহার করে ক্রিকেট বিশ্বের সব রেকর্ড ভাঙছেন আর নতুন করে গড়ছেন। গতকাল ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ উইনিং ইনিংস খেলে আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকের আসনে বসেছেন তিনি। টপকে গেছেন সতীর্থ রোহিত শর্মাকে।

শুধু রানেই রোহিত শর্মাকে টপকাননি, অর্ধশকতকেও ডেপুটিকে টপকে গেছেন বিরাট। সিরিজের দ্বিতীয় ম্যাচে আরও এক কীর্তি গড়েছেন তিনি। পাকিস্তান কিংবদন্তি শহীদ আফ্রিদিকে ছুঁয়ে ফেলেছেন ভারতীয় অধিনায়ক।

গতকাল বুধবার (১৯ সেপ্টেম্বর) মোহালিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭২ রানের হার না মানা ইনিংস খেলেন কোহলি। ফিল্ডিংয়ে নভদ্বীপ সাইনির বলে দুর্দান্ত ক্যাচ নিয়ে প্রোটিয়া অধিনায়ক কুইন্টন ডি কককে সাজঘরেও ফেরান তিনি। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে।

এ নিয়ে টি-টুয়েন্টি ক্যারিয়ারে ১১ বার ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতলেন কোহলি। এতে আফ্রিদিকে স্পর্শ করেছেন তিনি। আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্যারিয়ারে ১১টি ম্যাচের সেরা পুরস্কার জেতেন পাক অলরাউন্ডার। এটি দ্বিতীয় সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়ার নজির ছিল।

টি-টুয়েন্টিতে সর্বোচ্চসংখ্যক ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জেতার রেকর্ড আফগানিস্তানের মোহাম্মদ নবীর দখলে। ১২ বার ম্যাচসেরা হয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে শিগগির সাবেক আফগান দলনায়ককে ছাড়িয়ে যাবেন কোহলি। যদিও দুজনই এখনও খেলে যাচ্ছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button