খেলা

বর্ণবাদের অভিযোগে মাঠ ছাড়ল জার্মানি ফুটবল দল

জাপানের টোকিওতে বসছে এবারের অলিম্পিক আসর। সেখানে ফুটবল ইভেন্টে খেলবে আর্জেন্টিনা-ব্রাজিলসহ ১৬টি দেশ। তবে ফুটবল শুরু হওয়ার আগে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানি-হন্ডুরাস। এই ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগেই জার্মানরা মাঠ ছেড়েছে বর্ণবাদের অভিযোগ এনে।জার্মান দলের ডিফেন্ডার জর্ডান তুনারিগা বর্ণবাদের শিকার হন বলে অভিযোগ আনা হয়। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ১-১ এ সমতায় থাকা ম্যাচটি যাচ্ছিল শেষের দিকেই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এ ঘটনা ঘটায় আর সম্ভব হয়ে ওঠেনি খেলা। জার্মানির সাবেক খেলোয়াড় ও অলিম্পিক দলের কোচ স্টেফান কুন্টজ বলেন, ‘যখন আমাদের একজন ফুটবলার বর্ণবাদের শিকার হন তখন খেলার আর সুযোগ থাকে না।’তবে হন্ডুরাস জাতীয় দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয় ‘এটা ভুল বোঝাবুঝি হয়েছে।’ ২২ জুলাই বৃহস্পতিবার ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জার্মানির অলিম্পিক যাত্রা। আর হন্ডুরাস লড়বে রোমানিয়ার বিপক্ষে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button