খেলা

বৃহস্পতিবার থেকে শুরু একাডেমি কাপ

বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের আয়োজনে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘বসুন্ধরা কিংস বিএসএফএ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল’।
প্রথমবারের মত অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে ঢাকার দুটি ও ঢাকার বাইরের দশটি দলসহ মোট ১২টি একাডেমী নিয়ে হবে এই টুর্নামেন্ট। আউটার স্টেডিয়ামে হবে খেলা। চারটি গ্রুপে বিভক্ত হয়ে খেলায় অংশ নিবে দলগুলো।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানন, পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ট্রফি ছাড়াও নগদ এক লাখ ও পঞ্চাশ হাজার টাকা করে পাবে।

সংবাদ সম্মেলনে বিএফএসএফ সভাপতি কাজী শহিদুল আলম, বসুন্ধরা কিংস ক্লাব সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ ও বিএফএসএফ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জুবায়ের বক্তব্য রাখেন।

টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর।

বিভিন্ন গ্রুপে দলগুলো:

গ্রুপ ‘এ’:

ফেনী এফ এ, এম কে গ্যালাকটিকো এবং ধলেশ্বরী এফএ।

গ্রুপ ‘বি’:

গোপনগর কেপিকে, ভুইয়া এফ এ, এফ সি খুলনা।

গ্রুপ ‘সি’ :

ব্রাহ্মনবাড়িয়া এফ এ, গেন্ডারিয়া এফ এ, কেরানীগঞ্জ এফএ।

গ্রুপ ‘ডি’:

আসাদুজ্জামান এস এ, শামস-উল হক এফ এ, কুড়িগ্রাম এফএ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button