খেলা

৭ গোলের থ্রিলার জয় জুভেন্তাসের

ইতালিয়ান লিগ সিরি আ’তে জয়ের ধারা অব্যাহত রেখেছে জুভেন্তাস। শনিবার রাতে ঘরের মাঠে ৭ গোলের থ্রিলারে গতবারের লিগ শিরোপা জয়ীরা ৪-৩ গোলে হারিয়েছে নাপোলিকে। চলতি মৌসুমে লিগে প্রথম গোল পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

ম্যাচের ৬৫ মিনিট পর্যন্ত ৩-০ তে এগিয়ে ছিল জুভেন্তাস। এরপর নাটক। ১৬ মিনিটের মধ্যে তিন গোল করে সমতা আনে নাপোলি। শেষ পর্যন্ত ইনজুরি সময়ের আত্মঘাতী গোলে জয় পায় জুভরা। ১৬ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ডানিলো। এর তিন মিনিট পর গঞ্জালো হিগুয়েন গোল করেন। বিরতির পর দলের তৃতীয় গোলটি করেন রোনালদো। মাঠের বাঁ-প্রান্ত থেকে ডগলাস কস্তার বাড়ানো বল ডি বক্সের ডান প্রান্ত ধরে বাঁ-পায়ের শটে গোল করেন এই পর্তুগিজ। ম্যাচের ৬৬, ৬৮ ও ৮১ মিনিটে নাপোলির হয়ে গোল শোধ দেন মানোলাস, লোজানো এবং ডি লরেঞ্জো। আর ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে ফ্রি-কিক থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে গোল করেন কালিডু কৈলিবালি।

ম্যাচ শেষে নাপোলি কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘আমরা শেষ করতে পারতাম, কিন্তু ‘আজ (শনিবার) সুযোগ নষ্ট করেছি। প্রথম ঘণ্টা বলতে গেলে আমরা কিছুই খেলিনি। যেটা খুবই হতাশাজনক।’ ১৬ মিনিটে তিন গোল খেয়ে হতাশ জুভেন্তাস শিবিরও। জুভেন্তাসের সহকারী কোচ জিওভান্নি বলেন, ‘গোল খেতে পারি কিন্তু তাই বলে ১৬ মিনিটে ৩ গোল নয়। তিন গোলে এগিয়ে থেকেও নাপোলিকে (ম্যাচে) ফিরে আসার সুযোগ দিয়েছি।’

ইংলিশ প্রিমিয়ার লিগে শতভাগ জয় ধরে এগুচ্ছে লিভারপুল। শনিবার নিজেদের চতুর্থ ম্যাচে বার্নলিকে ৩-০ গোলে হারায় গতবারের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নরা। গেল মৌসুমের হিসেব ধরলে লিগে এটি লিভারপুলের টানা ১৩তম জয়। যা তাদের ক্লাব রেকর্ড। প্রথম ব্রাজিলিয়ান হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের ফিফটি পূরণ করেছেন রবার্তো ফিরমিনো। এছাড়া গোল করেন সাদিও মানে। প্রথম গোলটি হয় আত্মঘাতী।

বুন্দেস লিগায় শনিবার বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন। তারা ৬-১ গোলে হারিয়েছে মেইনজকে। ম্যাচের ষষ্ঠ মিনিটে পিছিয়ে পড়েও জয় পায় তারা। বায়ার্নের হয়ে ছয় জন ৬টি গোল করেন বেঞ্জামিন পাভার্ড, ডেভিড আলবা, ইভান পেরিসিক, কিংসলে কোমান, রবার্ট লেভানডোস্কি এবং আলফনসো ডেভিস। তিন ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে বায়ার্ন মিউনিখ। তবে একই দিনে ম্যাচ হেরেছে বরুসিয়া ডর্টমুন্ড। এফসি ইউনিয়ন বার্লিন ৩-১ গোলে হারিয়েছে গত বারের লিগ রানার্সআপদের।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button