অর্থনীতি

দুই-তিন মাসের মধ্যে পুঁজিবাজারে আসছে সরকারি কম্পানি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন বলেছেন, আগামী দুই-তিন মাসের মধ্যে পুঁজিবাজারে সরকারি কম্পানি আসবে। এ নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে কাজ চলছে। শিগগিরই বিনিয়োগকারীরা একটি ভালো সংবাদ পাবেন।

তিনি বলেন, অর্থমন্ত্রী পুঁজিবাজার যেকোনো মূল্যেই ভালো অবস্থানে দেখতে চান। এ জন্য সব ধরনের সহযৌগিতার আশ্বাস দিয়েছেন।

সোমবার সকালে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ড. এম খায়রুল হোসেন এ কথা বলেন।

এছাড়াও উন্নত শেয়ারবাজার গঠনের লক্ষে বিনিয়োগকারীদের সকল সমস্যা ও অভিযোগ সম্পর্কে জানতে অনলাইন মডিউল চালু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কাস্টমার কমপ্লেইন্ট অ্যাড্রেস মডিউল’ (সিসিএএম) নামে তৈরি করা এই সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা বিএসইসির ওয়েবসাইটের এই উইন্ডোতে প্রবেশ করে সহজেই অনলাইনে ফরম পূরণের মাধ্যমে যেকোনো অভিযোগ দাখিল করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, কমিশনার হেলাল উদ্দিন নিজামী, ড. স্বপন কুমার বালা, নির্বাহী পরিচালক মাহবুবুল আল, ফরহাদ আহমেদ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button