শিক্ষাঙ্গন

‘নিয়োগ বাণিজ্যের খবর ভিত্তিহীন’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে ছাত্রলীগ ও হল সংসদ নেত্রীদের ২১ লাখ টাকার নিয়োগ বাণিজ্য সংক্রান্ত সংবাদ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা।

বুধবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক প্রতিবাদলিপিতে এ মন্তব্য করেন ড. জিনাত হুদা।

তিনি জানান, নিয়োগ বাণিজ্যের অভিযোগ ও নিয়োগ সংক্রান্ত যে সংবাদ ছাপা হয়েছে তা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।

এর আগে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে বেগম রোকেয়া হল ছাত্রলীগ ও হল ছাত্র সংসদের বিরুদ্ধে ২১ লাখ টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলেন কয়েকজন শিক্ষার্থী।

তাদের অভিযোগ, হল সংসদের ভিপি ইসরাত জাহান তন্বী হলের কর্মচারী কামাল উদ্দিনের ছেলে কামরুজ্জামানকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার জন্য আট লক্ষ টাকা, জিএস সায়মা আক্তার প্রমি হলের মালী বাবুল চৌহানের ছেলে পলাশ চৌহানকে বাগান মালী পদে নিয়োগ দেওয়ার জন্য পাঁচ লক্ষ টাকা, রোকেয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি এবং ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক বিএম লিপি আখতার এবং সাধারণ সম্পাদক শ্রাবণী দিশা মিলে আলমগীর নামের একজনকে প্রহরী পদে নিয়োগ দেওয়ার জন্য আট লক্ষ টাকার লেনদেন করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button