শিক্ষাঙ্গন

২২টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১৩৯ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২২টিতে নেই কোনো প্রধান শিক্ষক। ভারপ্রাপ্ত দিয়েই চলছে শিক্ষাদানসহ প্রশাসনিক কার্যক্রম। এতে শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করছেন অভিভাবকরা।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১৩৯ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে ২২টিতেই প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন থেকে শূন্য। এর মধ্যে সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর অন্তেহরি, শাহবাজপুর, সুনামপুর, উমরপুর, রামপুর বালক, একাসন্তোষ, নতুন সোনাপুর, চালবন্দ, সুপ্রাকান্দি, বাগেরবাড়ী, আমীরপুর, কেওলা, মমিনপুর পূর্ব দাসটিলা, চাউরুলী, পশ্চিম বেড়কুড়ী, ফতেপুর, ইন্দানগর পানপঞ্জি, কুঞ্জলতা, সোনাটিকি, পশ্চিম একাসন্তোষ, বেগম সিরাজুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় একজন সহকারীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে চালানো হচ্ছে। এছাড়াও ১৩৯ বিদ্যালয়ের মধ্যে সহকারী শিক্ষকের ৬৭টি পদ শূন্য রয়েছে। বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকায় তারা প্রায়ই উপজেলা সদরে অফিসের কাজে ব্যস্ত থাকেন।

রাজনগর উপজেলা শিক্ষা অফিসার মো. জাফর আল সাদেক বলেন, উপজেলার যে সব বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষকের পদ শূন্য, সে সব বিদ্যালয়ের তালিকা আমরা প্রতি মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট আকারে প্রদান করি। আশা করি আগামী শিক্ষক নিয়োগে রাজনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকয়ের শূন্য পদ পূরণ হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button