বিজ্ঞান ও প্রযুক্তি

থিম বদলানোর ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন আরেকটি ফিচার চালু করতে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিন এক প্রতিবেদনে জানিয়েছে, কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ নিজেদের ওয়েববেজড প্ল্যাটফর্ম বদল করার কথা জানিয়েছিল। এছাড়া গ্রুপ স্টিকারের  মতো ফিচার আনার জন্য কাজ করছিল বলেও জানায় তারা।

এবার হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ব্যবহারকারীদের জন্য এমন একটি ফিচার আনতে যাচ্ছে যার মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপের থিম বদলাতে পারবেন। এর মাধ্যমে একেবারেই ভিন্ন অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা।

ডাব্লিউএ বেটা ইনফোর এক প্রতিবেদনে বলা হয়, হোয়াটসঅ্যাপ এখন কাস্টম থিম নিয়ে কাজ করছে। শুরুতে প্রতিষ্ঠানটি মাল্টিপল থিম নিয়ে আসবে যা আপনি ব্যবহার করতে পারবেন। এতদিন ব্যবহারকারীরা শুধু হোয়াটসঅ্যাপ চ্যাটের ব্যাকগ্রাউন্ড বদলাতে পারতো।

কিন্তু নতুন এই ফিচারের মাধ্যমে সম্পূর্ণ থিম পাল্টে ফেলা যাবে। হোয়াটসঅ্যাপের নতুন এই থিম কাস্টমাইজ ফিচারের সঙ্গেই হয়তো ডার্ক মোড ফিচারটিও আসবে। তবে ঠিক কবে নাগাদ ব্যবহারকারীরা এগুলো ব্যবহার করতে পারবেন সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button