সারাদেশ

জয়পুরহাটে স্কুলমাঠে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

জয়পুরহাটে কালাই উপজেলায় দুপক্ষের সংঘর্ষে সামসছুদ্দিন সরকার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার রাতে উপজেলার কুসুমসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেড়া দেয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত সামসুদ্দিন সরকার একই এলাকার মৃত মশিরুদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে কালাই থানার ওসি আবদুল লতিফ খান জানান, দীর্ঘদিন থেকে আবদুর রশিদ সুলতান গং ও কুসুমসারা প্রাথমিক বিদ্যালয় কমিটির সভাপতি মামুন-উর রশিদের স্কুলের জায়গা নিয়ে বিরোধ চলছিল।

তিন মাস আগে স্কুল সভাপতি মামুন-উর রশিদ প্রাথমিক শিক্ষা অফিসার ইতিয়ারা পারভীনের নির্দেশে কুসুমসারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি বেড়া দিয়ে ঘিরে রাখে। এ নিয়ে স্কুল দফতরি মেহেদুল ইসলামের সঙ্গে আবদুর রশিদ সুলতান গংদের শুক্রবার বাকবিতণ্ডা হয়।

বিষয়টি স্কুল কমিটিকে জানানো হয়। পরে রাতে এর জের ধরে স্কুলমাঠে আবদুর রশিদ সুলতান গং ও স্কুল সভাপতি মামুন-উর রশিদের লোকজনের সংঘর্ষ বাধে।

এতে সামসছুদ্দিনসহ চারজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে জয়পুরহাটে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সামসছুদ্দিন সরকারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরে সেখানে চিকিৎসাধীন থেকে শনিবার সকাল পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button