বিনোদন

সেন্সর পেরোল ‘ইতি, তোমারই ঢাকা’, নভেম্বরে মুক্তি

বহু প্রতীক্ষার পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। মুক্তির লক্ষ্যে সম্প্রতি ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। খবরটি চ্যানেল আই অনলাইনকে জানান বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামূল কবীর।

গেল বছর থেকেই একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। এখন পর্যন্ত অন্তত বিশটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

সর্বশেষ গেল মাসেই ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ইতি, তোমারই ঢাকা’ সিঙ্গাপুর, ভারত ও রাশিয়ায় অনুষ্ঠিত তিনটি উৎসবে দেখানো হয়েছে। সেন্সর ছাড়পত্র হাতে পাওয়ার পর এবার দেশীয় দর্শকের জন্য ছবিটি মুক্তির পরিকল্পনা চলছে। এমনটাই জানিয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম-এর কনসালটেন্ট (ফিল্ম) ও এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর আবু শাহেদ ইমন।

তিনি জানান, দেশে মুক্তির আগে আমরা চেয়েছিলাম সমসাময়িক বিশ্বের ছবিগুলোর সাথে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে এটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক। এখন পর্যন্ত বেশকিছু নামিদামি চলচ্চিত্র উৎসবে দেশের প্রথম এই অমনিবাস চলচ্চিত্রটি দেখানো হয়েছে। এবার দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পরিকল্পনা করছি। সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি, সব ঠিক থাকলে নভেম্বরে আমরা চলচ্চিত্রটি মুক্তি দিবো।

গেল বছরের অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৩ তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ারের মধ্য দিয়ে শুরু হয়েছিলো ‘ইতি, তোমারই ঢাকা’র যাত্রা। এরপর ইন্দোনিশিয়া, রাশিয়া, কম্বোডিয়া, কানাডা, ইংল্যান্ড, সাউথ আফ্রিকাসহ ভারতের মুম্বাই, পুনে, জয়পুর, চেন্নাইয়ে বেশকিছু চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘ইতি, তোমারই ঢাকা’।

সাম্প্রতিক ঢাকার চিত্র নিয়ে ১১ তরুণ নির্মাতা তৈরি করেছেন ‘ইতি, তোমারই ঢাকা’। তারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button