সারাদেশ

আইজিএ প্রকল্প পরিদর্শণ করেছেন প্রকল্প পরিচালক

চাঁপাইনবাবগঞ্জে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রকল্প
পরিদর্শন করছেন ওই প্রকল্পের প্রকল্প পরিচালক এবং মহিলা ও শিশু বিষয়ক
মন্ত্রনালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তরের যুগ্ম সচিব শফিকুজ্জামান।
সোমবার দুপুরে তিনি পৌর এলাকার আরামবাগে অবস্থিত বেসরকারি উন্নয়ন সংস্থা
গ্রামীণ সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন (আরএসডিএফ) এর ইউনিট-১ কার্যালয়ে এই
প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, আগে এসব প্রশিক্ষণ টাকা খরচ করে করতে হতো। কিন্তু
বর্তমান সরকার নারীদের এগিয়ে নিতে এসব প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে
করেছে। আর তাই এই সুযোগটি কাজে লাগিয়ে নিজেদেরকে স্বাবলম্বী ও দক্ষ করে
গড়ে তুলতে সকল প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে প্রকল্প পরিদর্শনকালে উপস্থিত
ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. সাহিদা আখতার, গ্রামীণ সামাজিক
উন্নয়ন ফাউন্ডেশন (আরএসডিএফ) এর নির্বাহী পরিচালক ও বায়োস্কোপ প্রতিনিধি
মো. মঞ্জুরুল ইসলাম বাবু খান, কম্পিউটার প্রশিক্ষক মো. নজিবুল ইসলাম
পলাশ, মোবাইল সার্ভিসিং প্রশিক্ষক আনোয়ারুল আহসান কলিন, সফটওয়্যার
প্রশিক্ষক হাসান আলীসহ আরএসডিএফ এর বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ও
প্রশিক্ষনার্থীরা।
এ সময় জানানো হয় এ প্রকল্পের আওতায় বিনামূল্যে মহিলাদের সারাদেশের ৬৪টি
জেলা শহরে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইক্যুইপমেন্ট সার্ভিসিং
অ্যান্ড রিপেয়ারিং ট্রেড কোর্সের আওতায় ৩ মাস মেয়াদী প্রশিক্ষণে
কম্পিউটার, মোবাইল সার্ভিসিং ও সফট্ওয়ার সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ
দেয়া হচ্ছে। আর এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ৩০ জন প্রশিক্ষণার্থী।
পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের
মহিলা বিষয়ক অধিদপ্তরের যুগ্ন সচিব শফিকুজ্জামান গত ব্যাচের
প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button