লাইফ-স্টাইল

ঈদের আগেই হলদে নখগুলোকে সাদা করে নিন মুহূর্তেই

নেইলপলিশ ছাড়া আপনার নখগুলো দেখতে কি একেবারেই হলদেটে? যদি উত্তর হ্যাঁ হয় তবে আপনার জন্য রইল নখ সাদা করার সহজ উপায়।

অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন। নেইলপলিশ নখ থেকে উঠালেই বেরিয়ে পড়ে নখের আসল রূপ। ঘোলাটে একটা রং সুন্দর হাতটাকে নষ্ট করে দেয়। ঘরোয়া উপায়েই নখগুলোকে সাদা করার নিয়ম জেনে নিন-

> দাঁত ব্রাশ করার মতোই ব্রাশ করুন নখ। টুথ ব্রাশে টুথপেস্ট দিয়ে ঘষে পরিষ্কার করুন। বেশকিছু দিন এই পদ্ধতি চালিয়ে গেলেই পাওয়া যাবে ঝকঝকে নখ।

> একটা কাঁচের পাত্রে বেশ কিছুটা লেবুর রস নিয়ে তার সঙ্গে বেসন মেশাতে হবে। লেবুর রস আর বেসনের পেস্ট তৈরি হয়ে গেলে ওই পেস্ট নখের ওপর লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

> নখের সাদা ভাব ধরে রাখতে সবসমইয় নেইলপলিশ লাগানোর আগে লাগানো দরকার বেস কোট। এতে নখ ভালো থাকে।

> শীত হোক বা গ্রীষ্ম। হাত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সাদা নখ পেতে রোজ নিয়ম করে লাগাতে হবে ময়েশ্চারাইজার।

> নখ সাদা রাখার জন্য দোকানে কিনতে পাওয়া যায় নেইল হোয়াইটেনিং পেন্সিল। প্রয়োজনে ম্যানিকিউরের পুরো কিট কিনে বাড়িতেই করতে পারেন ম্যানিকিউর। এতে নখ শুধু সাদাই হবে না, ভালোও থাকবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button