লাইফ-স্টাইলস্বাস্থ্য

গলায় কাঁটা বিধলে যা করবেন

আমরা মাছে ভাতে বাঙালি। এ কারণে  মাছ ছাড়া আমাদের বলতে গেলে চলেই না। বিভিন্ন সময়ে আমারা বিভিন্ন প্রকারের মাছ খেয়ে থাকি। মাছ খেতে যেমন মজা তেমনি এতে আছে কিছু সমস্যাও।

মাছ খেতে গেলে অনেক সময় গলায় কাঁটা বিধে। এতে পরতে হয় বিড়ম্বনায়। জেনে নেয়া যাক হঠাৎ গলায় কাঁটা বিধলে যা করণীয়-

১। হালকা গরম পানিতে লবন মিশিয়ে পান করতে পারেন।

২। কলা খেতে পারেন।

৩। ভাতের বল বানিয়ে খেতে পারেন।

৪। অলিভ ওয়েল খেতে পারেন।

৫। লেবুর সাথে লবন মিশিয়ে খেতে পারেন।

এসবের মাধ্যমে আপনার গলায় বিধে থাকা কাঁটা দ্রুত সরে যাবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button