রাজশাহী বিভাগসারাদেশ

ধামইরহাটে করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর  ধামইরহাটে করোনায় আক্রান্ত হয়ে সনাতন ধর্মের এক পুরোহিতের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার ৪ জুন ভোর ৫ টার দিকে নিজ বাসভবনে তার মৃত্যু হয়।

সনাতন ভট্রাচার্য (৫৫) উপজেলার পলাশবাড়ী গ্রামের সুনীল ভট্রাচার্যের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৃত সনাতন এর ছেলে সজীব ভট্রাচার্যও করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সনাতন ও তার ছেলে সজীব হিন্দু ধর্মের পুরোহিত হিসেবে বিভিন্ন স্থানে পূর্জা অর্চনায় জন্য যেতো ফলে বাবা ছেলে করোনা ভাইরাসের আক্রান্ত হয় ।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাস জানান, গত ২৫ মে সনাতন ও তার ছেলে সজীব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে করোনা টেষ্টের জন্য নমুনা দিয়ে যায়। ৩১ মে বাবা ও ছেলের দুজনেরই করোনা পজেটিভের খবর আসে। তার পরই প্রশাসনিক ভাবে তাদের বাড়ী লকডাউন ঘোষণা করা হয়েছে।

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় জানান, সরকারি ভাবে সৎকারের জন্য নিয়োজিত ব্যক্তিদের দিয়ে সনাতনের লাশ শুক্রবার সকাল ১১ টায় মৃতের লাশটি সৎকার করা হয়েছে। উল্লেখ্য সুত্রে জানা গেছে, ৩ জুন পর্যন্ত অত্র উপজেলায় মোট ২১ জন  করোনা ভাইরাসের আক্রান্ত রোগি রয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button