রাজশাহী বিভাগসারাদেশ

ধামইরহাটে ফেনসিডিল ও মদ আটক করেছে বিজিবি

ধামইরহাট (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণে মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। উপজেলার চারটি স্থানে পৃথক অভিযান চালিয়ে ২৪১ বোতল ফেনসিডিল, ১৫০ টি নেশাজাতীয় ইনজেকশন ও ১৯ বোতল ভারতীয় মদ আটক করে।তবে এসব কাজে জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করতে পারেনি বিজিবি। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ৬২ হাজার টাকা।১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এস এম নাদিম আরেফিন সুমন, পিএসসি, জি বলেন, গত সোমবার রাতে উপজেলার কড়িয়া বিওপির টহল কমান্ডার সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা স্থানীয় লকমা স্কুল মাঠে অভিযান চালায়। অভিযানে ১৮৭ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে। এছাড়া একই রাতে চকিলাম বিওপির সদস্যরা সীমান্তবতী চকশব্দল গ্রামে অভিযান চালিয়ে ১৫০টি নেশাজাতীয় ইনজেকশনে এবং মঙ্গলবার ভোর রাতে কালুপাড়া বিওপির সদস্যরা আলতাদিঘী শালবাগান এলাকা থেকে ২৯ বোতল ভারতীয় ম্যাগডুয়েল মদ আটক করে। অপর অভিযানে পাগলদেওয়ান বিওপির সদস্যরা রুপনারায়পুর গ্রামে অভিযান চালিয়ে ৫৪ বোতল ফেনসিডিল আটক করে। তবে এসব অভিযানে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ৬২ হাজার ৪শত টাকা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button