রাজশাহী বিভাগসারাদেশ

নাচোলে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত হয়েছে। ৩১ অক্টোবর (শনিবার) সকাল ১০ টায় নাচোল থানা চত্বরে “মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’, প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনাসভার আয়োজন করা হয়। নাচোল থানার অফিসার ইন্চার্জ (ওসি) সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ ঝালু খান, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম (বাবু), চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য রয়াল বিশ্বাস। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নাচোলে কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, নাচোল পৌরসভার সাবেক সংরক্ষিত কাউন্সিলর শামিমা ইয়াসমিন লিপি। উন্মুক্ত আলোচনায় অংশ নেন সংরক্ষিত নাচোল পৌর কাউন্সিলর আরমানী বেগম ও নাচোল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম এনামুল হক। এছাড়া উপস্থিত ছিলেন নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ইউনিট কমান্ডার মতিউর রহমান ওসি তদন্ত আব্দুল হান্নান। এর আগে একটি র‌্যালী এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনাসভায় মিলিত হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button