রাজশাহী বিভাগসারাদেশ

পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বগুড়ায় ওবিইসি বিষয়ক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

টিএমএসএস ও পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি (পিইউবি)’র সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের যৌথ আয়োজনে গত শুক্রবার বগুড়ার নওদাপাড়ায় হোটেল মম ইন এর কনফারেন্স হলে “আউটকাম বেইজড্ এডুকেশন কারিকুলাম (ওবিইসি) ফর হায়ার এডুকেশন” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (রুয়েট)’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম শেখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন গতানুগতিক গুরু শিষ্যের শিক্ষা ব্যবস্থার পরিবর্তে ভবিষ্যত শিক্ষা ব্যবস্থা হবে আউটকাম বেইজড্ অর্থাৎ উৎপাদন নির্ভর। যে কোন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের কারিকুলাম প্রণয়নের আগে দেশের শিল্প কারখানার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে চাহিদার সাথে সংগতি রেখে কারিকুলাম প্রণয়ন করতে হবে। তিনি আরও বলেন চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে হলে আউটকাম বেইজ কারিকুলাম প্রণয়ন অত্যন্ত জরুরী। বাংলাদেশকে ওয়াশিংটন এ্যাকর্ড-এ স্বাক্ষর মান সম্পন্ন দেশে পরিণত করতে হলে সকল বিশ্ববিদ্যালয়ে আউটকাম বেইজড্ কারিকুলাম প্রণয়ন করতে হবে। পুন্ড্র বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ওবিইসি প্রণয়ন করে মাইলফলক স্থাপন করল।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও পিইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। কি-নোট উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুর রাজ্জাক। পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বর্ণনা করেন পিইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও চেয়ারম্যানের জুরি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র শিক্ষক প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এস.এম. মোস্তাফা আল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয় অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ আকতার হোসেন, ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (ডুয়েট)’র সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোখলেসুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ একরামুল হামিদ, পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, বোর্ড অফ ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ মতিউর রহমান প্রমূখ। আমন্ত্রিত অতিথি‘র বক্তব্য রাখেন দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোঃ মোজাম্মেল হক লালু, টিএমএসএস’র স্বাস্থ্য সেক্টরের পরামর্শক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। সভাপতিত্ব করেন পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আ.ন.ম. রেজাউল করিম।
উক্ত সেমিনার সঞ্চালনা করেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহ্মদ চিশ্তি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button