সারাদেশ

বগুড়া দুপচাঁচিয়ায় করোনা উপসর্গ সন্দেহে এক গৃহবধুকে আইসোলেশনে পাঠানো হয়েছে

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় করোনা উপসর্গ সন্দেহে জলি বেগম(৫৩) নামের এক গৃহবধুকে ২০এপ্রিল সোমবার দিবাগত রাতে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। তিনি উপজেলার মাষ্টারপাড়া মহল্লার গোলাম রব্বানী খানের স্ত্রী। পরদিন ২১এপ্রিল উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই বাড়ি ও বাড়ি সংলগ্ন একটি ব্যবসা প্রতিষ্ঠান লকডাউন করেছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন যাবৎ ওই গৃহবধু জ্বর, সর্দি ও কাশি এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল কর্তৃপক্ষ উক্ত জলি বেগমের করোনা উপসর্গ সন্দেহে নমুনা সংগ্রহ করেছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুস মন্ডল মুঠোফোনে নিশ্চিত করেছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button