রাজশাহী বিভাগসারাদেশ

ভোলাহাটসহ জেলায় ভুয়া এমআরএ সনদে কথিত এনজিও’র চড়া সুদে ঋণ বাণিজ্য

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ )প্রতিনিধিঃ ভোলাহাটসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে অবৈধ ভাবে ভূয়া মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এম.আর.এ) ২১১১২-০১০১২-০০৭৯২ সনদ ব্যবহার করে রমরমা সুদ বাণিজ্য চালাচ্ছে “অবলম্বন সোস্যাল ডেভেলপমেন্ট সোসাইটি” নামের একটি এনজিও। যে এনজিওটির পুর্বের নাম ছিলো “নৈতিক ডেভেলপমেন্ট সোসাইটি”। এমআরএ দপ্তরের সর্বশেষ হালনাগাদ গেল বছরের ২২ ডিসেম্বর প্রকাশিত তালিকায় অবলম্বন সংস্থার প্রধান কার্যালয় চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণভূর্ষী কেলিশহর গ্রামে৷ আর এই সনদটির নম্বর হুবহু মিল রেখে শিবগঞ্জে অবস্থিত নৈতিক ডেভেলপমেন্ট সোসাইটি রাতারাতি অবলম্বন সোস্যাল ডেভেলপমেন্ট সোসাইটি নাম পরিবর্তন করে। যার প্রধান কার্যালয় দেখানো হয়েছে শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। এ বিষয়ে কথিত অবলম্বন এনজিওর নির্বাহী পরিচালক মোঃ রাসেল আলী জানান, আমরা সনদটি এমআরএ দপ্তর হতে অথরাইজড করে নিয়েছি। তবে এমআরএ দপ্তর বলছে কারও প্রতিষ্ঠানের এমআরএ সনদ অথরাইজড, বিক্রয় বা দান করার কোন প্রক্রিয়া নেই। তিনি আরও বলেন, যদি কেউ অন্য প্রতিষ্ঠানের সনদ ব্যবহার করে তাহলে তার ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও চাঁপাইনবাবগঞ্জে বেশ কিছু এনজিও প্রতিষ্ঠান রয়েছে যারা ব্যাপক অর্থের বিনিময়ে অবৈধ সনদকে বৈধ বানিয়ে সুদ কারবার চালাচ্ছে। তারমধ্যে উল্লেখযোগ্য লাহারপুর বারঘরিয়ায় অবস্থিত ‘(আরপিডিএস)’ পপুলার রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি। যার পূর্বের নাম ছিলো ‘সাফল্য স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন’। এই প্রতিষ্ঠানটিও ভূয়া সনদ ব্যবহার করে রমরমা সুদ বাণিজ্য চালাচ্ছে বলে খোঁজ নিয়ে জানা গেছে। আরপিডিএস সংস্থাটি সরকারের নিয়মনীতিকে তোয়াক্কা না করে অবৈধ ভাবে প্রধান কার্যালয় কলেজ এ বিষয়ে কথিতএনজিওর সভাপতি মোঃ মনিমুল হক বলেন, প্রথমে প্রধান কর্যালয় বরিশাল দেখানো ভুল হয়েছিল। পরে সেটা বাদ দিয়ে আঞ্চলিক অফিস দেখা হয়েছে বলে জানান। বানড়ীপাড়া,বরিশাল এবং সনদ নম্বর ০৬৬৫২-০৩৮১০-০০৩৮৯ ব্যবহার করছে। এদিকে ভোলাহাটের কথিত এনজিও ডেভলেপমেন্ট সোসাইটির বিরুদ্ধেও ভুয়া এম আর এ ব্যবহারের অভিযোগ উঠেছে। রাজ ডেভেলপমেন্ট সোসাইটি সংস্থাটি বেসিক ডেভেলপমেন্ট সোসাইটি এর মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদ নম্বর ব্যবহার করছে। যার প্রধান কার্যালয় বাড়ি #২৯ (২য় তলা),রোড়#৯ ব্লক# ডি,সেকশন #১ মিরপুর, ঢাকা ১২১৬। রাজ ডেভেলপমেন্ট সোসাইটির ০০১৪২-০০১২৬-০০৬৮০ সনদ নম্বর ব্যবহার করে প্রধান কার্যালয় আন্দিপুর,ভোলাহাট,চাঁপাইনবাবগঞ্জ দেখানো হয়েছে। সম্প্রতি এ কথিত এনজিও’র মালিক শামীম রেজার বিরুদ্ধে ভোলাহাটের মোঃ আফসার আলী নামের এক ব্যক্তি অর্ধকোটি টাকার চেক ডিজঅনার মামলা করেছেন আদালতে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মোঃ আফসার আলী। এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এনজিও বিষয়ক শাখায় এমআরএ সনদপ্রাপ্ত যে সকল এনজিও গুলোর তালিকা রয়েছে তার মধ্যে এই দুটো এনজিও তালিকায় নাম নেয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button