কলাপাড়ায় গাঁজা ও ইয়াবা সহ দুই কারবারি আটক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক অভিযানে এক কেজি ৯৪০ গ্রাম গাঁজা ও ১০ পিচ ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। বুধবার রাত ১১ টার দিকে উপজেলার মহিপুর থানার কাঠপট্টি এলাকা থেকে ১০ পিচ ইয়াবা সহ একাধিক মাদক মামলার আসামি নিজাম (৩৫) কে এবং রাত ২ টার দিকে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠের দক্ষিণ-পশ্চিম কোন থেকে এক কেজি ৯৪০ গ্রাম গাঁজা সহ আ: রশিদ (৪৫) কে আটক করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার মো:আবুল খায়ের বলেন, এসআই মান্নান, এসআই বেল্লাল, এএসআই সুলাইমান, এসআই সাইফুল ইসলাম ও এসআই রাসেল হোসাইনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়িদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। মহিপুর থানা এলাকাকে যাতে কেউ মাদকের রুট হিসেবে ব্যবহার করতে না পারে সেই ব্যাপারে মহিপুুর থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলে তিনি জানান।