ঢাকা বিভাগ

মানিকগঞ্জে আইসোলেশন ওয়ার্ডে দুইজনের মৃত্যু

মানিকগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরো দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্তায় তাদের মৃত্যু হয়।

বুধবার সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুইজনের মধ্যে ৬০ বছরের এক বৃদ্ধ রয়েছেন। তার বাড়ি সাটুরিয়া উপজলায়। অন্যজন হলেন, ঘিওর উপজেলার এক কিশোর।

ডা. আরশ্বাদ উল্লাহ জানান, সাটুরিয়ার ওই নারী ২১ মে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর হাসপাতালের আইসালোশন ওয়ার্ডে ভর্তি করেন। করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ২২ মে বিকেলে ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়। তা পরীক্ষার জন্য সাভার প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হয়। রিপোর্ট পাওয়ার আগেই তার মৃত্যু হয়।

অপরদিকে মঙ্গলবার ১৬ বছরের ওই কিশোরকে শ্বাসকষ্ট ও শরীরে ব্যথা থাকা অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে পর্যবেক্ষণের পর পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাত ১০টার করোনা আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে রাত সারে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্তায় তার মৃত্যু হয়। বেঁচে থাকা অবস্থায় ওই কিশোরের নমুনা সংগ্রহ করা হয়নি।

এখন পর্যন্ত মানিকগঞ্জ জেলা হাসপাতাল করানো আইসোলেশন ওয়ার্ডে মোট সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ এবং দুইজন নারী রয়েছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button