জাতীয়

রাজধানীতেই করোনায় মৃত্যু সবচেয়ে বেশি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজধানী ঢাকায়। গত তিনদিন ঢাকা বিভাগে মৃত্যুর হার যথাক্রমে ১০৫, ৮৩ ও ৯২ জন। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য উঠে এসেছে।
করোনায় মৃত্যুর দিকে দ্বিতীয় স্থানে আছে চট্টগ্রাম বিভাগ। সেখানে মৃত্যুহার যথাক্রমে ৫৯, ৭১, ৬০ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এরপর গত সোমবার ২৪৫, রোববার ২৪১, শনিবার ২৬১, শুক্রবার ২৪৮, বৃহস্পতিবার ২৬৪ (সর্বোচ্চ), বুধবার ২৪১ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এ দিন মৃত্যু হয় ২০১ জনের। এরপর থেকে প্রায় প্রতিদিনই করোনায় দুই শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button