জাতীয়রাজনীতিলিড নিউজ

সংসদের বৈঠক বসছে ৭ নভেম্বর

একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন বসছে আগামী ৭ নভেম্বর বৃহস্পতিবার।

ওই দিন বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হবে। এর আগে বিকেল সোয়া ৩টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে পঞ্চম অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

বুধবার রাষ্ট্রপতি আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংসদ সচিবালয়ের উপ-পরিচালক (গণসংযোগ-১) নূরুল হুদা জানান, ৭ নভেম্বর বিকেল ৪টা ১৫ মিনিটে একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি। এর আগে ৮ সেপ্টেম্বর সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়ে মাত্র চার কার্যদিবসে শেষ হয় ১২ সেপ্টেম্বর।

জানা যায়, এবারের অধিবেশনও সংক্ষিপ্ত হতে পারে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সর্বোচ্চ দুই মাসের বিরতিতে সংসদ অধিবেশন ডাকতে হয়। এবারের অধিবেশনও একই কারণে ডাকা হয়েছে। তবে বছরের শুরুর অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ও তার ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন ও পাস হয়ে থাকে। সে কারণেই ওই অধিবেশনের মেয়াদ বড় হয়।

চলতি বছরে শুরু হওয়া একাদশ সংসদে এর আগে আরও চারটি অধিবেশনে ১৬টি বিল পাস হয়েছে। এর মধ্যে প্রথম অধিবেশনে ৫টি, দ্বিতীয় অধিবেশনে ৩টি, তৃতীয় অধিবেশনে ৭টি এবং সর্বশেষ চতুর্থ অধিবেশনে একটি বিল পাস হয়।

এবারের অধিবেশনেও বেশ কয়েকটি বিল সংসদের বিবেচনার অপেক্ষায় রয়েছে বলে সংসদ সচিবালয়ের আইন শাখা জানিয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button