খেলা

এখনও মোমেন্টামের খোঁজে বাংলাদেশ!

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট শুরুর আগেই বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, তাদের জয়ের মোমেন্টাম দরকার। শ্রীলংকায় দলের হার, ‘এ’ দলের খারাপ পারফরম্যান্স সব মিলিয়ে একটা জয় আবার বাংলাদেশ ক্রিকেটকে কক্ষপথে নিয়ে আসবে বলে উল্লেখ করেন তিনি। সেই জয়টা জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-২০ সিরিজে পেয়েছে বাংলাদেশ। পরেই ম্যাচেই আফগানদের বিপক্ষে হেরেছেন সাকিবরা। মঙ্গলবার তাই সংবাদ সম্মেলনে এসে আবার মোমেন্টামের কথা বলতে হলো মোসাদ্দেককে।

বাংলাদেশ চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে বুধবারের ম্যাচে জিতলেই ফাইনালে উঠে যাবে। তিন ম্যাচ হারলে গ্রুপ পর্বে জিম্বাবুয়ের বিদায় লেখা হয়ে যাবে। তবে ফাইনাল মাথায় নিয়ে নয় আগামী ম্যাচে তারা জয়ের চিন্তা মাথায় নিয়ে নামবেন কথা জানালেন মোসাদ্দেক, যখন ম্যাচ খেলি প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলি। ফাইনালের কথা চিন্তা না করে আমরা পরের ম্যাচটা জেতার জন্যই খেলব।’

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ বোলিংয়ে দুর্দান্ত শুরু করেছিল। শেষ পর্যন্ত মোহাম্মদ নবীর ঝড়ে ভালো সংগ্রহ পেয়ে যায় সফরকারীরা। তবে টি-২০ ক্রিকেটে ১৬০-১৭০ রান তাড়া করার চ্যালেঞ্জ নিতেই হয়। মিডল অর্ডারে কক্ষপথে উঠেও রান তাড়া করতে পারেনি বাংলাদেশ। দলে আত্মবিশ্বাসের ঘাটতি আছে কি-না এমন প্রশ্নে মোসাদ্দেক বলেন, ‘রান না পেলে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস কম থাকে। শেষ ম্যাচটা আমরা ২০ রানের (২৫ রান) মতো ব্যবধানে হেরেছি। আত্মবিশ্বাস কম থাকার পর যদি ২০ রানে হারি তবে হিসেবি ক্রিকেট খেললে নিশ্চয় ভালো হতো।’

টাইগাররা টেস্টে রশিদ খান, নবীদের বিপক্ষে ধুকেছে। টি-২০ ক্রিকেটে রশিদ খান-মুজিব উরদের সামলাতে ঘাম ছুটেছে লিটন-সাকিবদের। ব্যাটসম্যানদের স্কিল নিয়ে তাই প্রশ্ন উঠছে। ‘স্কিলেরও হয়তো কিছু ব্যাপার আছে। ব্যাটসম্যানদের প্রয়োগও মোটামুটি ঠিক আছে। কিছু জায়গায় হয়তো ঘাটতি রয়ে গেছে। এগুলো যত ওভারকাম করা যায় তত আমাদের জন্য ভাল। আমাদের একটা মোমেন্টাম দরকার। একটা ম্যাচ জিতেছি। সামনের ম্যাচটা জেতা খুবই গুরুত্বপূর্ণ, বলেন মোসাদ্দেক।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button