খেলা

সরফরাজদের বিরিয়ানি খাওয়ায় মিসবাহ’র নিষেধাজ্ঞা

ভারতের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সরফরাজ আহমেদের সেই হাই তোলার ভিডিও এবং ছবি মুহূর্তে ভাইরাল হয়ে পড়েছিল। একের পর এক সমালোচনার তীরে বিদ্ধ হয়েছিলেন তিনি।

জানা গেছে, ভারতের ইনিংস চলাকালে বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। এরপর ড্রেসিংরুমে গিয়ে নাকি বিরিয়ানি খেয়েছিলেন সরফরাজরা, তারপর খেলা শুরু হতেই মাঠে নেমে হাই তুলে ট্রোলড হন সরফরাজ। এবার সেই পাক ক্রিকেট দলের জন্য বিরিয়ানিকেই নিষিদ্ধ করল দলটির নতুন কোচ মিসবাহ-উল-হক।

পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ এবং নির্বাচক প্রধান হয়েই পাক ক্রিকেটারদের লাইফস্টাইল এবং খাদ্যাভাসে বদল আনতে চলেছেন মিসবাহ। জাতীয় ক্যাম্পে থাকা ক্রিকেটারদের জন্য বিরিয়ানি পুরোপুরি নিষিদ্ধ। পাশাপাশি ক্রিকেটাররা কি কি খেতে পারবেন, সেই নির্দেশিকাও দিয়েছেন তিনি। লিগের ম্যাচে এবং লাহোরে জাতীয় ক্যাম্পের ক্রিকেটারদের কম তেলযুক্ত খাবারের পরামর্শ দিয়েছেন পাকিস্তান দলের সাবেক এই অধিনায়ক।

কায়েদ-ই-আজম ট্রফিতে খেলোয়াড়দের জন্য মুরগী জাতীয় সব খাবার বন্ধ করে বদলে ডাল, চাল, বারবিকিউ, পাস্তাজাতীয় খাবার খেতে বলেছেন মিসবাহ। একইসঙ্গে ক্রিকেটারদের জন্য প্রচুর পরিমাণে ফল খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি, বিষয়টি জানিয়েছেন পিসিবিকেও। ক্রিকেটারদের ফিটনেস ঠিক রাখতে প্রতিদিন গদ্দাফি স্টেডিয়ামে ফিল্ডিং কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্নের নির্দেশে অনুশীলন করাচ্ছেন নতুন কোচ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button