শিক্ষাঙ্গন

জাবিতে ‘ডি’ এবং ‘জি’ ইউনিটের ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) এবং ‘জি’ ইউনিটের (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ-জেইউ) ফল প্রকাশ কর হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ছয়টি শিফটে আর বুধবার বাকি চারটি শিফটে ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর গতকালকেই শেষের দুইটি শিফটে অনুষ্ঠিত হয় ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

প্রসঙ্গত, এ বছর ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৭৬ হাজার ৫৪০ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করেছেন। ফলে প্রতিটি আসনের বিপরীতে লড়েছেন ২৩৯ জন ভর্তিচ্ছু। অপরদিকে ‘জি’ ইউনিটে (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ) ৯ হাজার ৮৮ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করেছেন। ফলে প্রতিটি আসনের বিপরীতে লড়েছেন ১৯১ জন শিক্ষার্থী।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button