শিক্ষাঙ্গন

হাবিপ্রবিতে ভর্তি আবেদন শুরু

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে এ আবেদন, চলবে ২৪ অক্টোবর পর্যন্ত।

চারটি ইউনিটে ২০০৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। বিদেশি শিক্ষার্থীদের জন্য ৮০টি ও বিকেএসপির জন্য ৫টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়াও মুক্তিযুদ্ধার সন্তানদের জন্য পাঁচ শতাংশ, আদিবাসীদের এক শতাংশ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের এক শতাংশ কোটা রেখেছে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি।

ভর্তি পরীক্ষার আবেদন ফি ৫০০ টাকা। অনলাইনে অথবা মোবাইল এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে। মোবাইল ব্যাংকিং রকেট, বিকাশ অথবা শিউর ক্যাশের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন ফি জমা দেওয়া যাবে।

ভর্তি পরীক্ষা ২ থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button