বরিশাল বিভাগ

কলাপাড়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ

আহত ১৮

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ক্রমশই সহিংশ হয়ে উঠছে ৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। শনিবার রাত ৯ টায় উপজেলার চাকামাইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বেতমোর বাজারে দুই গ্রুপের
রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দুই চেয়ারম্যান প্রার্থীসহ অন্তত ১৮ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রনি ফকির (৩৫), হারুন মীর (৪০) ও ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী মজিবর ফকির (৫০) কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এছাড়া এসময় নৌকা প্রতিকের প্রার্থী হুমায়ুন কবির কেরামত, তার ছেলে হাসিবুল ইসলাম, নৌকার সমর্থক হাসান গাজী ও গোলাম মোস্তফা আহত হয়েছে।
ডাঃ অনুপ কুমার সরকার জানান, রনি ও হারুনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরন করা হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। লিখিত অভিযোগ
পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button